ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিজ্ঞান কলেজে পাস করেছে ৪৭৫ জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
চট্টগ্রাম বিজ্ঞান কলেজে পাস করেছে ৪৭৫ জন প্রতীকী

চট্টগ্রাম: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বিজ্ঞান কলেজে এবার পাসের হার বেড়েছে। যেখানে গত বছর পাসের হার ছিলো ৬০ শতাংশ, সেখানে এবার এই প্রতিষ্ঠান থেকে পাস করেছে ৭০ শতাংশ শিক্ষার্থী।

বেসরকারি এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ৬৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৪৭৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. জাহেদ খান এসব তথ্য জানান।

ফলাফলে দেখা যায়, এবার এই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের প্রায় ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৪ এর বেশি পেয়েছে।

জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।

জাহেদ খান বলেন, এ বছর আমাদের কলেজ থেকে নিয়মিত-অনিয়মিত মিলে ৬৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ছিল ৩০০ জন।  অন্যরা অনিয়মিত ছিলো। এর মধ্যে ৪৭৫ জন শিক্ষার্থী পাস করেছে। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।