ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহসিন কলেজে বেড়েছে পাসের হার, জিপিএ-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
মহসিন কলেজে বেড়েছে পাসের হার, জিপিএ-৫ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফের দ্বিতীয় হয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে নগরের অন্যতম ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে।

বুধবার (১৭ জুলাই) প্রকাশিত ফলাফল অনুযায়ী মহসিন কলেজে এবার জিপিএ-৫ পেয়েছে ৫৩৪ জন পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর এ সংখ্যা ছিলো ৩২৯ জন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস।  ছবি: উজ্জ্বল ধর

শুধু জিপিএ-৫ নয় মহসিন কলেজে বেড়েছে পাসের হারও।

এবার এ কলেজের  বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে মোট ১ হাজার ৭৮১ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করছে ১ হাজার ৬৯৮ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৯ শতাংশ। গত বছর পাসের এ হার ছিলো ৯৩ দশমিক ৫৫ শতাংশ।  

মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর অঞ্জন কুমার নন্দী জানান, ভালো ফলাফলের পেছনে আমাদের শিক্ষার্থীদের ভালো করার প্রবণতা ছিলো। শিক্ষকরা কষ্ট করেছেন। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবার প্রচেষ্টাতেই ভালো ফল পেয়েছি আমরা।

তিনি বলেন, আমাদের কলেজের ফলাফল আরও ভালো হতে পারতো। আমরাই প্রথম হতে পারতাম। অন্যান্য কলেজ শুরুতে তুলনামূলক মেধাবী শিক্ষার্থী পেয়ে থাকে। এসএসসির পর বিজ্ঞান ও মানবিক বিভাগে আমরা তুলনামূলক কম মেধাবী শিক্ষার্থী পাই। এরপরেও আমাদের শিক্ষার্থীরা ভালো করছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।