ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন না করে ও বর্জ্য ফেলে প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় হালদা নদী দূষণের দায়ে হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে পরিবেশ অধিদফতর।

ইটিপি স্থাপন না করা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের আদেশও দিয়েছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১৭ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বাংলানিউজকে বলেন, বুধবার শুনানি শেষে ইটিপি স্থাপন না করে ও বর্জ্য ফেলে প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় হালদা নদী দূষণের দায়ে হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। ইটিপি স্থাপন না করা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের আদেশও দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ জুলাই পরিদর্শন করে পরিবেশ দূষণের প্রমাণ পায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের একটি টিম। পরে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার বরাবর নোটিশ ইস্যু করা হয়।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।