bangla news

কৃষক বাবার ছেলে টিউশনি করে পেয়েছে জিপিএ-৫

জমির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৭ ৫:৪২:১৯ পিএম
জিপিএ-৫ পেয়েছে জানার পর বাবাকে কল করে খুশির সংবাদ দিচ্ছেন আমিনুল হক।

জিপিএ-৫ পেয়েছে জানার পর বাবাকে কল করে খুশির সংবাদ দিচ্ছেন আমিনুল হক।

চট্টগ্রাম: মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে জানার পর, চোখের জল মুছতে মুছতে মুঠোফোনে বাবাকে কল দিয়ে জানিয়ে দেয় খুশির খবর। ততক্ষণও কান্না থামছিল না মো. আমিনুল হকের। কারণ টিউশনির টাকায় কোনোমতে এইচএসসির খরচ যুগিয়েছে। সামনে শিক্ষা জীবনের খরচ কিভাবে যোগাবে, সেই চিন্তা যে এখন তার।

আমিনুল হকের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার বহদ্দারকাটা এলাকায়। বাবা মোকতার আহমেদ কৃষক। চার ভাই-বোনের মধ্যে সবার বড় আমিনুল। বহদ্দারকাটা স্কুল থেকে এসএসসিতেও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পায় আমিনুল।

পরিবারের আর্থিক অনটনের কারণে তাকে চকরিয়ায় কোনো একটি কলেজে এইচএসসি পড়তে বলেছিলেন বাবা। পরে বাবাকে তার আর্থিক খরচ নিয়ে ভাবতে হবে না বুঝানোর পর, নিজের আত্মবিশ্বাস ও বড় কিছু হওয়ার আশা নিয়ে আমিনুল হক ভর্তি হন চট্টগ্রাম কলেজে মানবিক বিভাগে। চট্টগ্রাম শহরে কিছু পরিচিত বড় ভাইয়ের সহযোগিতায় দুটি টিউশনি করায় আমিনুল। দুই বছর টিউশনি টাকায় নিজের খরচ ও পড়ালেখার খরচ যুগিয়েছে। পাশাপাশি শিক্ষকদের সহযোগিতায় নিজে ভালো করে পড়ে আমিনুল হক পায় জিপিএ-৫।

আমিনুল হক বাংলানিউজকে বলেন, সকালে টিউশনি করার পর কলেজে চলে যেতাম। কলেজ থেকে ফিরে বিকেলে আবারও টিউশনি করতাম। এভাবে চলেছে গত দুই বছর। টিউশনি টাকায় নিজের খরচ ও পড়ালেখার খরচ যুগিয়েছি।

আমিনুল বলেন, সকাল ৫টায় ঘুম থেকে উঠে যেতাম। টিউশনিতে যাওয়ার আগ পর্যন্ত দুই ঘণ্টা পড়তাম। তারপর সন্ধ্যায় টিউশনি থেকে আসার পর রাত ১টা পর্যন্ত পড়ালেখা করেছি। পাশাপাশি শিক্ষকদের সহযোগিতার কারণে আমার এই ভালো ফলাফল।

এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হয়ে বিচারক হওয়ার আশা জানিয়ে তিনি বলেন, টিউশনি করে এইচএসসি পাস করেছি। কিন্তু এবার পরবর্তী শিক্ষা জীবন কিভাবে পার করব? সেই প্রশ্ন জাগছে মনে।

আমিনুল হকের সহপাঠী তাছমিনা সুলতানাও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তাছমিনা বাংলানিউজকে বলেন, আমরা ক্লাসের ফাঁকে মাঝে-মধ্যে আড্ডা দিলেও আমিনুল হককে দেখতাম বই নিয়ে সারাক্ষণ পড়তে। সে ক্লাসে সবার চেয়ে ভালো পারত। ক্লাস পরীক্ষায়ও ভালো ফলাফল করতো।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯

জেইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম শিক্ষা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-17 17:42:19