ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের প্রস্তুতি সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের প্রস্তুতি সভা শাহাদাতে কারবালা মাহফিলের প্রস্তুতি সভায় বক্তব্য দেন শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান

চট্টগ্রাম: আগামী ১ সেপ্টেম্বর ১০ দিনব্যাপী আহলে বায়তে রাসূল স্মরণে ৩৪তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে এ উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন আসর নামাজের পর থেকে এশার নামাজের পর পর্যন্ত মাহফিল চলবে।

প্রতিবারের মতো এবারের মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদেশি ইসলামি চিন্তাবিদ, ওলামা মাশায়েখরা অতিথি ও আলোচক হিসেবে অংশ নেবেন। এ ছাড়া দেশ বরেণ্য পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবু তালেব মো. আলাউদ্দিন, সাবেক কমিশনার পেয়ার মোহম্মদ, খোরশেদুর রহমান, সিরাজুল মোস্তফা, সৈয়দ আবদুল লতিফ, আবদুল হাই মাসুম, মওলানা জাফর উল্ল্রাহ, প্রফেসর কামাল উদ্দিন, দিলশাদ আহমেদ, সালামত উল্ল্যাহ, সৈয়দ সেহাবুল আলম, এসএম সফি, মওলানা আহমদুল হক, মনসুর শিকদার, মাহাবুবুল আলম প্রমুখ।

মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানসহ কর্মকর্তারা আসন্ন শাহাদাতে কারবালা মাহফিল সফল করার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।