ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোহেল হত্যা মামলার আসামি সোহান কারাগারে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
সোহেল হত্যা মামলার আসামি সোহান কারাগারে

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেল হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ সোহানকে কারাগারে পাঠানোর আদেশ দিযেছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত সূত্র জানায়, আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ সোহান।

আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৬ সালের ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি করা নিয়ে বিরোধের জের ধরে খুন হন নাসিম আহমেদ সোহেল।

ওয়াসা মোড় এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পরে ২৯ মার্চ রাতে সোহেলের বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের বাদি হয়ে চকবাজার থানা হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।