ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেগাপ্রকল্পের জন্য বিশেষ সেল গঠনের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
মেগাপ্রকল্পের জন্য বিশেষ সেল গঠনের দাবি মেগাপ্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ সেল গঠনের দাবি

চট্টগ্রাম: চট্টগ্রামের মেগাপ্রকল্পগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ সেল গঠনের দাবি জানিয়েছেন ‘চট্টগ্রাম নাগরিক উদ্যোগ’র আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানান তিনি।

সমাবেশে নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন বলেন, ‘উদ্বোধনের আগেই রিং রোডের ওয়াকওয়ে ধসে পড়েছে।

তা অত্যন্ত দুঃখজনক। ’

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, মেগা প্রকল্প বাস্তবায়নে আরো দায়িত্ববান হওয়া দরকার সেবা সংস্থাগুলোর।

এছাড়া মেট্রোরেল চালু, ওয়ান স্টপ সার্ভিস, কালুরঘাটে নতুন রেলসেতু নির্মাণ, নাগরিক সমাজের প্রতিনিধি নিযুক্ত, শহর উন্নয়নে সকল সংস্থার প্রকল্পের সমন্বয়ে সিটি মেয়র এবং জেলায় জেলা পরিষদ চেয়ারম্যানকে সমন্বয়ক করা, উন্নয়ন কাজের সুফল নিশ্চিত করতে সাংবাদিকদের যথার্থ সহায়ক ভূমিকা নিশ্চিতে নবম ওয়েজবোর্ড ঘোষণা ও টেলিভিশন সাংবাদিকদের জন্য মর্যাদা সম্পন্ন ওয়েজবোর্ড রোয়েদাদ প্রদানসহ একাধিক দাবি জানানো হয়।

নাগরিক উদ্যোগের আহ্বায়ক পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কুতিক জোটের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, পরিবেশবিদ মূক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, নারীনেত্রী নুর জাহান খান, শিক্ষাবিদ শিল্পী হাসিনা জাকারিয়া বেলা, ১৪ দলীয় নেতা ন্যাপের সাংগঠনিক সম্পাদক মিথুল দাশগুপ্ত, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সাংবাদিক তারুণ্য উদ্যোগ সংগঠক প্রীতম দাশ, সাংবাদিক বিপ্লব পার্থ, সাবেক ছাত্রনেতা জাবেদুল আলম সুমন, এমএ মান্নান শিমুল, আবদুল্লাহ আল মামুন, আরিফ মঈনুদ্দিন, শাহেদ মিজান, তরুণ সংগঠক জনী বড়ুয়া, ইমরান সোহেল, মেজবাহ উদ্দিন, ছাত্রলীগ নেতা ইমরান আলী মাসুদ, মাকসুদুর রহমান মাসুদ, নাসির উদ্দিন কুতুবী, রায়হানুল হক শামীম, অনিন্দ্য দেব, আবু সায়েম, ইয়াসির আরাফাত বাপ্পী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad