ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দ্বিতল ভবনের অবৈধ অংশ ভাঙলো সিডিএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
দ্বিতল ভবনের অবৈধ অংশ ভাঙলো সিডিএ হিলভিউ আবাসিক ৮ নম্বর রোডে একটি দ্বিতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিলো সিডিএ

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ রহমত নগর হিলভিউ আবাসিক ৮ নম্বর রোডে একটি দ্বিতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড কর্মকর্তা মনজুর হাসান।

মনজুর হাসান বাংলানিউজকে বলেন, আবু জাফর নামে এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ পায় অথরাইডজ বিভাগ। পরবর্তীতে তদন্ত করে অভিযোগ সত্যতা মেলে।

এরপর ভবনের অবৈধ অংশটি ভেঙে দেওয়া হয়।

এর আগে গত ২৫ জুন মনোয়ারা বেগম নামে এক নারী অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে ভবন মালিক আবু জাফরের বিরুদ্ধে সিডিএর বিশেষ আদালত অভিযোগ দায়ের করেন।

বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিডিএ’র অথরাইজড বিভাগকে নির্দেশ দেন।

বিবাদীর বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ১২ (১) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ৪৪ ধারায় অভিযোগ আনা হয়।

আদালত সূত্র জানায়, নগরের পাঁচলাইশ রহমত নগর হিলভিউ আবাসিক ৮ নম্বর রোডে অভিযুক্ত আবু জাফর সিডিএর অনুমোদন না নিয়ে দুইটি ভবন নির্মাণ করছেন। যা ইমারত নির্মাণ আইনের লঙ্ঘন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।