bangla news

মিডিয়ার সহযোগিতা চাইলেন শিরীণ আখতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৬ ১০:৫৪:০২ এএম
অধ্যাপক ড. শিরীণ আখতার। ছবি: সোহেল সরওয়ার

অধ্যাপক ড. শিরীণ আখতার। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিশ্ববদ্যালয় পরিচালনায় সংবাদ মাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টায় নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।

মতবিনিময় সভায় শিরীণ বলেন, প্রধানমন্ত্রী রুটিন দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব সততা এবং নির্ভুলভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য গণমাধ্যম কর্মীরা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগিতা করবেন। এর আগে উপ উপাচার্যের দায়িত্ব পালন করেছি তখনও আপনাদের সহায়তা পেয়েছি। এখন রুটিন দায়িত্ব পাওয়ায় দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। এটি কেবল দায়িত্ব নয়, দেশে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার অন্যতম চ্যালেঞ্জ। এ পথ চলায় বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের একান্ত সহযোগিতাই কাম্য।

মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহম্মদ, ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী, এ এফ রহমান হলের প্রভোস্ট ড. গণেষ চন্দ্র রায়, সিনেট সদস্য অধ্যাপক ড. রহমান নাসির, অধ্যাপক এস এম খসরুল আলম কদ্দুসী, সিন্ডিকেট সদস্য সাজীব আল সাদাত, সহকারী প্রক্টর রেজাউল করিম ও মরিয়ম লিজা।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯

জেইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-16 10:54:02