bangla news

সিডিএ স্কুল প্রিন্সিপালের বাসায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৫ ২:২৯:৪৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চাঁন্দগাও আবাসিক এলাকার বি-ব্লকের ৩ নম্বর রোডে সিডিএ স্কুল ও কলেজের প্রিন্সিপাল নুরুল আলমের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) দুপুরে তার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই গৃহকর্মীর ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই গৃহকর্মীর নাম উম্মে হাবিবা (২২)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী শহরিয়াপাড়ার আবদুল মান্নানের মেয়ে। তিনি সিডিএ স্কুল ও কলেজের প্রিন্সিপাল নুরুল আলমের দূরসম্পর্কের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।

ওই গৃহকর্মীকে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশের কাছে দাবি করেছেন সিডিএ স্কুল ও কলেজের প্রিন্সিপাল নুরুল আলম।

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে বলেন, চাঁন্দগাও আবাসিক এলাকার বি-ব্লকের ৩ নম্বর রোডে সিডিএ স্কুল ও কলেজের প্রিন্সিপাল নুরুল আলমের বাসা থেকে গৃহকর্মী উম্মে হাবিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ তলায় বাসার একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ‘আত্মহত্যা’ করে উম্মে হাবিবা।

ওসি আবুল কালাম বলেন, ওই গৃহকর্মী নুরুল আলমের দূরসম্পর্কের আত্মীয়। তারা ওই মেয়েটি মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসকে/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-15 14:29:46