ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
বাসায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

চট্টগ্রাম: নগরের বন্দর থানা এলাকায় একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা, মেয়ে ও ছেলে গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) সকালে বন্দর থানাধীন কলসী দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মা রাজিয়া আকতার (৪০), ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া আকতার (১৯)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, তারা তিনজনই গুরুতর আহত।

বর্তমানে বার্ন ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে তারা চিকিৎসাধীন।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর বাংলানিউজকে জানান, দগ্ধ তিনজনের মধ্যে রাজিয়ার শরীরের ৫৫ শতাংশ, ইয়াছিনের শরীরের ৩৫ শতাংশ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।