ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ধর্মসেন মহাস্থবির অসুস্থ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ধর্মসেন মহাস্থবির অসুস্থ

চট্টগ্রাম: বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, চট্টগ্রামের পটিয়া উপজেলার ঊনাইনপূরা লংকারামের (বিহার) আজীবন অধ্যক্ষ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির (৯২) গুরুতর অসুস্থ।

তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ম্যাক্স হাসপাতালে ৭০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। ইউএসটিসির সাবেক উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার তত্ত্বাবধানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিপ্লব ভট্টাচার্য, ডা. শংকর বড়ুয়া, ডা. উজ্জ্বল বড়ুয়া তার চিকিৎসায় নিয়োজিত আছেন।

ড. ধর্মসেন মহাস্থবিরের রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুদীপ বড়ুয়া, সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক এস লোকজিৎ ভিক্ষু, রিসিকোসেকাই বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী, পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি প্রজ্ঞানন্দ মহাস্থবির, সাধারণ সম্পাদক ড. সংঘপ্রিয় মহাস্থবির, ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনীর সভাপতি তরুণ কান্তি বড়ুয়া, সহ সভাপতি জীবেন্দু বিকাশ বড়ুয়া, বিবেকানন্দ বড়ুয়া কাঞ্চন, সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়া অর্ণব, ঊনাইনপূরা লংকারাম পুননির্মাণ কমিটির পক্ষে মিলিন্দুরাজ চৌধুরী, নিত্যময় চৌধুরী, তুষিত কান্তি বড়ুয়া, ঊনাইনপূরা ছাত্র কল্যাণ সংসদের সভাপতি এপোলো চৌধুরী, সাধারণ সম্পাদক অনুরূপ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।