ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘খুন-ধর্ষণ মুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে’  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
‘খুন-ধর্ষণ মুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে’   ...

চট্টগ্রাম: দেশে খুন-ধর্ষণ ও মাদকের আগ্রাসন বন্ধে সচেতনতা সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাংসদ দিদারুল আলম।

শনিবার (১৩ জুলাই) সকালে সীতাকুণ্ড পৌরসদরে প্রেসক্লাবের আয়োজনে ‘বন্ধ হোক খুন-ধর্ষণ, মাদকের আগ্রাসন’ ও ‘অপরাধ করব না, অপরাধ সইবনা’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দিদারুল আলম বলেন, বর্তমান সরকার মাদকসহ খুন-ধর্ষণের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

সবার উচিত এসব অপরাধ থেকে দূরে থাকা। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অল্পসময়েই উন্নত দেশ গঠন সম্ভব হবে।

মানববন্ধনে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাজনীতিবিদ, পেশাজীবি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠনের কয়েক হাজার মানুষ ব্যানার, পেস্টুন, প্লেকার্ড নিয়ে অংশ নেন। সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, এডিশনাল এসপি শম্পা রানী সাহা, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ।

বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত, বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মানিক, শুভসংঘের সভাপতি অধ্যাপক রঞ্জিত সাহা, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিপক ভট্টাচার্য, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনসহ ৩৫টি সংগঠনের কর্মকর্তা।

বাংলাদেশ সময়:১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।