bangla news

বিমানবন্দর সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখার আহ্বান সুজনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১২ ১০:০৯:০৪ পিএম
বক্তব্য দেন খোরশেদ আলম সুজন।

বক্তব্য দেন খোরশেদ আলম সুজন।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে নাগরিক উদ্যোগের এক জরুরি সভায় তিনি এ আহ্বান জানান।

সুজন বলেন আমরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েকদিনের বৃষ্টিতে এ অবস্থার আরও অবনতি হয়েছে। যেটি উদ্বেগজনক।

তিনি বলেন, আমরা আগেও বলেছি- এখনও বলছি বিমানবন্দর সড়কের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে বিমানবন্দর সড়কের আশপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা। আমরা চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এসব স্থাপনা উচ্ছেদ করে বিমানবন্দর সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখার আহ্বান জানাই।

নাগরিক উদ্যোগের উপদেষ্টা হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, সংগঠনের সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. নিজাম উদ্দিন, মোরশেদ আলম, ছালেহ আহমদ জঙ্গী, অধ্যক্ষ কামরুল হোসেন, হাফেজ মো. ওকার উদ্দিন, মো. শাহজাহান, শেখ মামুনুর রশীদ, জাহাঙ্গীর আলম, সোলেমান সুমন, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-07-12 22:09:04