ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ স্থাপনা নির্দয়ভাবে উচ্ছেদের নির্দেশ মেয়র নাছিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
অবৈধ স্থাপনা নির্দয়ভাবে উচ্ছেদের নির্দেশ মেয়র নাছিরের উচ্ছেদ কাজ পরিদর্শন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বিমানবন্দর সড়কসহ নগরের বিভিন্ন সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ‘নির্দয়ভাবে’ ভেঙে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (১২ জুলাই) বিমানবন্দর সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ পরিদর্শন শেষে সিটি মেয়র সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, সড়ক দখল করে, নালা দখল করে স্থাপনা তৈরির কারণে শহরে যানজট যেমন বাড়ছে, তেমনি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তিনি বলেন, চসিকের সড়ক-নালা দখল করে কেউ অবৈধ স্থাপনা তৈরি করলে তা নির্দয়ভাবে ভেঙে দিতে হবে। প্রয়োজনে চসিক, সিডিএসহ সব সেবা সংস্থার সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।