![]() আটক মো. আরমান হোসেন। |
চট্টগ্রাম: পদ্মা সেতু তৈরি নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. আরমান হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১২ জুলাই) ভোররাতে আনোয়ারার তৈলারদ্বীপ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানান র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
আটক আরমান হোসেন আনোয়ারার বারখাইন এলাকার মো. হাসেম প্রকাশ হোসেনের ছেলে।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, ‘পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা প্রয়োজন’ এমন গুজব প্রচার করছিল আরমান হোসেন। নিয়মিত ফেসবুকে এ সংক্রান্ত প্রচারণা চালিয়ে আসছিল সে। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোররাতে তাকে আটক করা হয়।
গত ৮ জু্লাই বিকেল ৫টা ৩৪ মিনিটে ‘মানুষের মাথা লাগবে পদ্মা সেতুতে, অলরেডি চারজন গায়েব, আতঙ্কে গ্রামছাড়া হাজার মানুষ’ এমন শিরোনামে একটি ইউটিউব ভিডিও শেয়ার করে আরমান হোসেন। এছাড়া আরও গুজব ছড়িয়ে সে ফেসবুকে দেওয়া বিভিন্ন জনের পোস্ট শেয়ার করে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জু্লাই ১২, ২০১৯
এসকে/এসি/টিসি