ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেড়েছে ভোগ্যপণ্যের দাম

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
বেড়েছে ভোগ্যপণ্যের দাম বেড়েছে ভোগ্যপণ্যের দাম

চট্টগ্রাম: এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরণের ভোগ্যপণ্যের দাম। রসুন, বোতলজাত সয়াবিন তেল, গুঁড়ো দুধ ও চিনি বিক্রি হচ্ছে কেজিতে ৫-১০ টাকা বেশি দামে।

পাইকারি বাজারে কেজিপ্রতি ডানো ২০ টাকা বেড়ে ৫৮০ থেকে ৫৯০ টাকা, মার্কস ৫৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৯৫ থেকে ৫০০ টাকায়। প্রতি লিটার পাম অয়েল লিটারপ্রতি ৩ থেকে ৫ টাকা বেড়ে ৫৫ টাকা এবং সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

চায়না রসুন ১০ টাকা বেড়ে কেজি ১৫০ টাকা, দেশি রসুন ৪৫ টাকা থেকে বেড়ে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দ্বিগুণ বেড়েছে গরম মসলার দামও।

রিয়াজউদ্দিন বাজারে বেড়েছে বড় ইলিশ মাছের দাম। এক কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ১৫শ’-১৮শ’ টাকা। তবে ছোট ইলিশ মিলছে ১২শ’-১৪শ’ টাকায়। তেলাপিয়া ১৩০-১৮০ টাকা, শিং ৪শ’-সাড়ে ৪শ’ টাকা, রুপচাঁদা ৫শ’-সাড়ে ৮শ’ টাকা, রুই ২৭০-৩শ’ টাকা, কাতলা ২৫০-৩শ’ টাকা, সুরমা ৪৫০ টাকা, চিংড়ি আকারভেদে ৬০০-১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মাছের দাম স্থিতিশীল। এদিকে সবজির বাজার ঘুরে দেখা গেছে, দুয়েকটি ছাড়া প্রায় সব ধরণের সবজির দাম আগের মতোই রয়েছে। কাঁকরোল ৫০-৬০ টাকা, বরবটি ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, আলু ২৫ টাকা, লাউ ৩০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৩০ টাকা, ঝিঙে ৪০ টাকা, তিতকরলা ৫০ টাকা, ছোট কচু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে ফার্মের মুরগি ১২০-১৩০ টাকা, সোনালি মুরগি ২২০-২৩০ টাকা, দেশি মুরগি ৪৩০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে ফার্মের ডিমের। প্রতি ডজন ডিমের দাম রাখা হচ্ছে ১১৫-১২০ টাকা।

স্থিতিশীল সবজির বাজার। রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ফারুক রহমান বলেন, ‘সামনে ঈদুল আজহা, তাই ভোগ্যপণ্যের দাম বেড়ে গেছে এখন থেকেই।

এই বাজারের সবজি বিক্রেতারা জানান, বর্ষায় সবজি সংরক্ষণে অসুবিধা হচ্ছে। অনেক সবজি ও শাক পচে যাচ্ছে। তাই বিভিন্ন সবজির দাম দুয়েক টাকা বেশি রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।