bangla news

দুঃসময়ে আশ্রয়স্থল ছিল আবু তালেব চৌধুরীর বাসভবন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১২ ১১:৩৫:০৫ এএম
বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: মরহুম আবু তালেব চৌধুরীর বাসভবন ৭৫ পরবর্তী একটি বৈরি দুঃসময়ে আমাদের আশ্রয়স্থল ছিল। তাকে ঘিরেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সংগঠিত হয়েছিল। যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের সাহায্য সহযোগিতা করেছিলেন, তাদের মধ্যে আবু তালেব চৌধুরী অন্যতম।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা আবু তালেব চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ৭৫ পরবর্তী সময়ে তার পাথরঘাটাস্থ বাড়িতে আশ্রয়স্থল ছিল। সেখান থেকেই আমরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ তৈরি করি। তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের সাহসী সৈনিক।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক এর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি  খোরশেদ আলম সুজন, আলতাব হোসেন চৌধুরী বাচ্চু, নূর মোহাম্মদ চৌধুরী, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মরহুমের সন্তান ইঞ্জিনিয়ার আবু রাশেদ চৌধুরী, হাজী ছিদ্দিক আলম, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, মশিউর রহমান রোকন, মরহুমের সহোদর আফছার উদ্দিন চৌধুরী, ফজলে আজিজ বাবুল, আবু তৈয়ব ছিদ্দিকী।

সভার শুরুতে মরহুম আবু তালেব চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-12 11:35:05