bangla news

মিয়ার পাহাড় থেকে ৩২ পরিবারকে উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১১ ১০:৩৫:১০ পিএম
পাহাড়ের বাসিন্দাদের সরাতে অভিযান। ছবি: বাংলানিউজ

পাহাড়ের বাসিন্দাদের সরাতে অভিযান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের রৌফাবাদ এলাকা সংলগ্ন মিয়ার পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৩২টি পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এ সময় ১১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আফরিন মোস্তফা এবং চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম বাংলানিউজকে জানান, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রৌফাবাদ এলাকা সংলগ্ন মিয়ার পাহাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৩২টি পরিবারকে উচ্ছেদ করা হয়।

অভিযানে সিএমপি, র‍্যাব, কর্ণফুলি গ্যাস লিমিটেড, পিডিবি, ওয়াসা, সিডিএ, সিটি করপোরেশনের প্রতিনিধি এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-11 22:35:10