ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাউজান আওয়ামী লীগের সভাপতির জানাজায় মানুষের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
রাউজান আওয়ামী লীগের সভাপতির জানাজায় মানুষের ঢল রাউজান আওয়ামী লীগের সভাপতির জানাজায় মানুষের ঢল

চট্টগ্রাম: বৈরী আবহাওয়া, ভারি বৃষ্টি, পাহাড়ি ঢল উপেক্ষা করে রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদের জানাজায় মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টায় রাউজান উপজেলা পরিষদ মাঠে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান আলকাদেরীর ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলার লেলাংগারায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা মাঠে জানাজার আগে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

তিনি বলেন, কামাল উদ্দিন আহমেদ ছিলেন নীরব সমাজ পরিবর্তনের কারিগর ও একজন আদর্শ মানুষ।

তিনি ভালো মানুষ ছিলেন বলেই জানাজায় এতো মানুষের সমাগম হয়েছে। আমরা চেয়েছিলাম রাউজান কলেজ মাঠে জানাজার আয়োজন করতে। কিন্তু সেখানে পানি উঠে গেছে।

বক্তব্যের একপর্যায়ে এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, কামাল উদ্দিন আহমেদের পক্ষে বদলি হজের ব্যবস্থা করবো। এ বছর সুযোগ থাকলে এবার, নয়তো আগামী বছর।

বক্তব্য দেন উত্তর জেলা সাধারণ সম্পাদক এমএ সালাম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল ইসলাম, উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রফেসর ড. সুলতান আহমেদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, আহসান হাবিব চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।