ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘উন্নয়নের পূর্বশর্ত পরিকল্পিত পরিবার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
‘উন্নয়নের পূর্বশর্ত পরিকল্পিত পরিবার’ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা।

চট্টগ্রাম: পরিকল্পিত পরিবার মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সুখী সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নয়নের অন্যতম পূর্বশর্ত পরিকল্পিত পরিবার। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নেই।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন হয়।

এর আগে দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।

জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক ডা. উ খ্যে উইন।

এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ কামাল হোসেন, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. আবদুস সালাম, ডেপুটি সিভিল সার্জন  ডা. তৈয়ব আলী।

পরিবার পরিকল্পনা চট্টগ্রামের কনসালটেন্ট ডা. ছেহেলী নার্গিসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার বাবুল, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার প্রশাসক এমএম এরশাদ, উজ্জীবনের ব্যবস্থাপক মো. ফয়েজ কাওসার এবং পাথফাইন্ডারের বিভাগীয় ব্যবস্থাপক শেখ নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।