ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হোমিও চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
হোমিও চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোমিও চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলীতে হোমিও চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে খবর পেয়ে নজির ভাণ্ডার মাজার গলির চেম্বার থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হোমিওপ্যাথিক চেম্বার থেকে ডা. মনির হোসেন (৫২) নামের ওই চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে চমেক মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, চেম্বার থেকে পচা গন্ধ বাইরে ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেয়া হয়। চেম্বারটির ভেতরে খাটে ঘুমন্ত অবস্থায় কয়েকদিন আগে ওই চিকিৎসকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad