ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও কয়েকদিন ভারি বর্ষণের সম্ভাবনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
চট্টগ্রামে আরও কয়েকদিন ভারি বর্ষণের সম্ভাবনা বৃষ্টিতে জলমগ্ন নগরের সড়ক। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও কয়েকদিন ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় ৯৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা বাংলানিউজকে বলেন, ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও কয়েকদিন ভারি বর্ষণ হতে পারে।

টানা বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী।  ছবি: সোহেল সরওয়ারএদিকে বৃষ্টির কারণে প্রতিদিনই নগরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, হালিশহরসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমড় সমান পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

টানা বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী।  ছবি: সোহেল সরওয়ারভূমিধসের সতর্কতা জারির পর গত শনিবার থেকে ৮টি আশ্রয়কেন্দ্র চালু করে জেলা প্রশাসন। পাশাপাশি নগরের সরকারি ও বেসরকারি মালিকানাধীন ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরতদের সরিয়ে নিতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।