ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার তিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার তিন বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার তিন

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার ষোলশহর বন গবেষণাগার এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) বিকেলে বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- চন্দনাইশ উপজেলার দোহাজারী দক্ষিণ হাশিমপুর এলাকার মো. আশরাফ মিয়ার ছেলে আবদুল মান্নান (২৮), একই এলাকার আবু সৈয়দের ছেলে দেলোয়ার হোসেন (২০) ও ফেনী জেলার ছাগলনাইয়া পশ্চিম মধুর গ্রাম এলাকার আবু আহমদের ছেলে জাহাঙ্গীর আলম (২৪)।

উদ্ধার হওয়া বিদেশি অস্ত্র-গুলিতাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বাংলানিউজকে বলেন, গোপনং সংবাদের ভিত্তিতে ষোলশহর বন গবেষণাগার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার তিনজন অস্ত্র ব্যবসায়ী বলে জানান ওসি আবুল কাশেম ভুঁইয়া।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।