ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজের ৪ চার শিক্ষককে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
চট্টগ্রাম কলেজের ৪ চার শিক্ষককে বদলি

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজের ৪ শিক্ষককে বদলির আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্রের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া ৪ শিক্ষক হলেন- পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সালাহ উদ্দিন আফছার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. মোছলেহ উদ্দীন ও মো. জাহাঙ্গীর আলম এবং উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাহাব উদ্দিন।

এরমধ্যে মো. সালাহ উদ্দিন আফছার ও সাহাব উদ্দিনকে সন্দ্বীপ হাজী এ বি কলেজে, মো. মোছলেহ উদ্দীনকে ফেনী ছাগলনাইয়া কলেজে এবং মো. জাহাঙ্গীর আলমকে খাগড়াছড়ি রামগড় কলেজে বদলি করা হয়।

বাদলির আদেশ পাওয়া ৪ শিক্ষককে বুধবারের (১০ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, গ্রামের বিভিন্ন কলেজে শিক্ষক সংকট থাকলেও নগরের কয়েকটি সরকারি কলেজে পদের অতিরিক্ত শিক্ষক পাঠদান করছেন।

মূলত নগরে কোচিং বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই গ্রামের কলেজগুলোতে যোগদান করতে চান না এসব শিক্ষকরা।

গ্রামের কলেজে শিক্ষক সংকটের বিষয়টি একাধিক গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম পদক্ষেপ হিসেবে শিক্ষক বদলির এ আদেশ এলো।

বাংলাদেশ সময়ঃ ১৯১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।