ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষকের গায়ে কেরোসিন, সেই শিক্ষার্থী আবারও রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
শিক্ষকের গায়ে কেরোসিন, সেই শিক্ষার্থী আবারও রিমান্ডে

চট্টগ্রাম: ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন দেয়ার ঘটনায় গ্রেফতার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে আবারও একদিনের পুলিশ রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.শফিউদ্দীন বুধবার (১০ জুলাই) এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

এর আগে ইউএসটিসি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বাদি হয়ে খুলসী থানায় তার বিরুদ্ধে মামলা করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মাহমুদুল হাসান ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।