ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভূমিধসের শঙ্কা

ত্রিপুরা পল্লি থেকে সরানো হলো ১৫ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
ত্রিপুরা পল্লি থেকে সরানো হলো ১৫ পরিবার ত্রিপুরা পল্লি থেকে সরানো হলো ১৫ পরিবার

চট্টগ্রাম: ভূমিধসের শঙ্কায় হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নে পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বাস করা মনাই ত্রিপুরা পল্লির ১৫টি পরিবারকে সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ জুলাই) দুপুরে স্থানীয় আশ্রয়কেন্দ্রে তাদের নিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বাস করা ১৫টি পরিবারকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছি আমরা।

তিনি বলেন, আশ্রয় নেওয়া পরিবারকে চাল, ডাল, তেলসহ পাঁচ দিনের খাবার দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। বৈরি আবহাওয়ার কারণে তাদের যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।