ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘কোল্ড রেডিমিক্স’ দিয়ে সড়ক সংস্কার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
‘কোল্ড রেডিমিক্স’ দিয়ে সড়ক সংস্কার ‘কোল্ড রেডিমিক্স’ দিয়ে সড়ক সংস্কার

চট্টগ্রাম: অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে বিটুমিন ব্যবহার করা হলেও তা টেকসই হতো না। দিন পার না হতেই সড়ক ফিরে যেতো পূর্বের অবস্থায়।

এ সমস্যা নিরসনে সাধারণ বিটুমিনের পরিবর্তে উন্নতমানের ‘কোল্ড রেডিমিক্স’ দিয়ে সড়ক সংস্কার করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (১০ জুলাই) সকাল থেকে বৃষ্টির মধ্যেও নগরের বিভিন্ন সড়কে ‘কোল্ড রেডিমিক্স’ ব্যবহার করে সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক।

জানা গেছে, নগরের লালখান বাজার, টাইগারপাস মোড়, দেওয়ান হাট ব্রিজ এলাকা, জাকির হোসেন রোড, বিমানবন্দর সড়কসহ কয়েকটি সড়কে প্রথমবারের মতো ‘কোল্ড রেডিমিক্স’ ব্যবহার করে সড়ক সংস্কার কাজ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সব সড়কও একইভাবে সংস্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সুদীপ বসাক জানান, ‘চীন থেকে আমদানীকৃত কোল্ড রেডিমিক্স মিক্সার পানিতেও ব্যবহার করা যায়। এটি ঠাণ্ডা বিটুমিন দিয়ে তৈরি।

প্রসঙ্গত, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের চেষ্টায় ‘কোল্ড রেডিমিক্স’ আমদানি করা হয়েছে। প্রতি কেজির দাম ১১৯ টাকা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।