ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউতে মালয়েশিয়ার ইউটিএইচএম প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
ইডিইউতে মালয়েশিয়ার ইউটিএইচএম প্রতিনিধি দল সাঈদ আল নোমানের সঙ্গে ইউটিএইচএমের প্রতিনিধি দল।

চট্টগ্রাম: দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানের বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

ইউনিভার্সিটি তুন হুসেইন অন মালয়েশিয়া (ইউটিএইচএম) এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার (৯ জুলাই)  দলটি ইডিইউ পরিদর্শন করেন।

এ প্রতিনিধি দলে ছিলেন ইউটিএইচএম এর ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরম্যাশন টেকনোলজি এর অধ্যাপক ড. রোযাইদা ঘাজালী, ইন্টারন্যাশনাল মবিলিটি ডিপার্টমেন্টের প্রধান ড. শাহমির হাইয়ান বিন শানুসি, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র লেকচারার টি.এস. ড. মুহাম্মদ ফাদলি বিন যুলকাফলি এবং বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ প্রতিনিধি আনিসুল ইসলাম।

সাক্ষাৎকালে ড. রোযাইদা বলেন, বর্তমান যুগে বিস্তৃত যোগাযোগ ব্যতীত জ্ঞানের চর্চায় উন্নতি সম্ভব নয়।

উচ্চশিক্ষা অঙ্গনে যৌথ উদ্যোগে কাজের ক্ষেত্র বেশ বড়। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাথে উচ্চশিক্ষার সম্ভাব্য সবক্ষেত্রেই পারস্পরিক মান উন্নয়নে আমরা কাজ করতে চাই।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, জ্ঞানচর্চায় বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক অবস্থান সম্পর্কে জানা না থাকলে পুনরাবৃত্তির ঘেরাটোপে আটকে পড়ে পিছিয়ে পড়তে হয়। যা মোটেই কাম্য নয়।

সাক্ষাৎকালে স্টুডেন্ট ও ফ্যাকাল্টি মেম্বার এক্সচেঞ্জ, যৌথ গবেষণা ও গ্র্যাজুয়েশন শেষে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এসময় ইডিইউ ও ইউটিএইচএম নিজেদের অবস্থান থেকে এ সম্পর্ক আরো এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করে।

সাক্ষাৎ শেষে অতিথিদের ইডিইউ ক্যাম্পাস ঘুরে দেখান সাঈদ আল নোমান। ক্যাম্পাস দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার সামস উদ-দোহা, প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব লিবারেল আর্টসের ডিন শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, অ্যাক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর এটিএম মাহমুদুর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।