ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
বায়েজিদে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি থানার আমিন কলোনী এলাকায় দোকানের ওয়াইফাই কানেকশন নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হয়েছে আবুল কালাম (২৫) নামে এক দোকানদার।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আমিন কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম কুমিল্লার আবদুর রহমানের ছেলে।

তিনি বায়েজিদের আমিন কলোনী এলাকায় একটি বিকাশ-ফ্ল্যাক্সি লোডের দোকান পরিচালনা করতেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, আমিন কলোনী এলাকা থেকে গুরুতর আহত আবুল কালামকে সকাল ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাতে আবুল কালামের সঙ্গে পাশের দোকানদার মামুনের দোকানের ওয়াইফাই কানেকশন নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মামুন তার ভাই ও বন্ধুবান্ধব নিয়ে এসে আবুল কালামকে মারধর করে। এক পর্যায়ে আবুল কালামকে ছুরিকাঘাত করে তারা।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান প্রিটন সরকার।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad