ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির কলা ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
চবির কলা ভবনে আগুন আগুন লাগার পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ইতিহাস বিভাগের কনফারেন্স রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভবনের তিন তলায় ৩১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সভাপতি বকুল চন্দ্র চাকমা বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এতে কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।