ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ারে নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
প্রিমিয়ারে নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুলাই) অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির সভাপতি হাসিনা মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

সভায় ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৫৩ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৩১ টাকার বাজেট ব্যয় অনুমোদন দেয় অর্থ কমিটি।

বাজেটে গবেষণার জন্য ১ কোটি টাকা ও শিক্ষার্থীদের বৃত্তি বাবদ ২ কোটি ১০ লাখ টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়াও ইউনিভার্সিটির অবকাঠামো উন্নয়ন, ল্যাবরেটরি উন্নয়ন এবং লাইব্রেরির পুস্তক ও জার্নাল কেনার জন্য ১০ কোটি টাকার বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।

সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, সাবেক এমপি সাবিহা মুসা, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন উপ-পরিচালক (হিসাব) হাছানুল ইসলাম চৌধুরী, অ্যাকাউন্টস অফিসার রাজিব কুমার বৈদ্য, শিহাব উদ্দিন কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad