ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

চট্টগ্রাম: নগরের চকবাজার থানাধীন ডিসি রোড ও কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- ডিসি রোড এলাকার কালা মিয়ার ছেলে আবদুর রশিদ (৬৫) ও লাভলেইন এলাকার আবদুল মজিদ প্রকাশ লাল্লুর স্ত্রী নাজমা বেগম (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বাংলানিউজকে বলেন, ডিসি রোড ও লাভ লেইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আবদুর রশিদ মোটর চালু করতে গিয়ে ও নাজমা বেগম বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন বলে জানান তিনি।

এদিকে নাজমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

নাজমা বেগমের ভাইয়ের ছেলে আদিল হোসেন তামিম বাংলানিউজকে বলেন, শ্বশুর বাড়ির লোকজন বিদ্যুতের তারে জড়িয়ে ফুফুকে (নাজমা বেগম) পরিকল্পিতভাবে হত্যা করেছে।

তামিম বলেন, গত ছয় বছর ধরে তিনি শ্বশুর বাড়ি থাকেন না। পরশু বেড়াতে গেছেন। ফুফুর স্বামী আবদুল মজিদ আরেকটি বিয়ে করায় ছয় বছর ধরে তিনি (নাজমা বেগম) বাপের বাড়ি থাকতেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad