ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৯৯৯ নম্বরে ফোন, দেয়াল ধসের খবরে ছুটে এলো পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
৯৯৯ নম্বরে ফোন, দেয়াল ধসের খবরে ছুটে এলো পুলিশ হেমসেন লেইন ১ নম্বর গলিতে দেয়াল ধস।

চট্টগ্রাম: নগরের হেমসেন লেইন ১ নম্বর গলির একটি নির্মাণাধীন বহুতল ভবনের সীমানা প্রাচীর ধসে অর্ধশতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।

সোমবার (৮ জুলাই) সকালে ভারি বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার এএসআই মিজানুর রহমান জানান, বৃষ্টির পানিতে পুরোনো দেয়ালটি ধসে যায়।

৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ছুটে আসি। ফায়ার সার্ভিস ও স্থানীয় কাউন্সিলর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গ্রিন ভিউ নামের ভবন মালিক শামীম আহমেদ জানান, নিজস্ব লোকজন দিয়ে হাঁটাচলার পথ পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। বৃষ্টিতে গোড়ার মাটি সরে গেলে পুরোনো দেয়ালটি ধসে যায়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।