ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দর পার হওয়া ৩০টি স্বর্ণের বার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
বিমানবন্দর পার হওয়া ৩০টি স্বর্ণের বার উদ্ধার উদ্ধার হওয়া ৩০টি স্বর্ণের বার।

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা।

কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অপারেশন্স অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত বিমানবন্দর রোড থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ৩০০ ভরি।

তিনি বলেন, কোনো একটি ফ্লাইটে নিয়ে আসা এসব স্বর্ণ বিমানবন্দর থেকে বের করে ব্যাগে নিয়ে যাচ্ছিলেন এক পাচারকারী।

কোস্ট গার্ড সদস্যদের দেখে ব্যাগ ফেলে পালিয়ে যান তিনি। পরে ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।

এসব স্বর্ণ পরে কাস্টম হাউজে হস্তান্তর করা হয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।