bangla news

আঙুলের ছাপ নিয়ে সিম প্রতারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-০২ ১২:১৬:০০ পিএম

চট্টগ্রাম: রিকশা চালক, ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষদেরকে কম দামে সিম দেবেন বলে আঙুলের ছাপ নিতেন তিনি। কিন্তু দিন, সপ্তাহ ও মাস পেরিয়ে গেলেও সিম পেত না নিম্ন আয়ের এসব মানুষজন। মুক্তার আহমেদ মুন্না (২৭) নামে এরকম এক প্রতারককে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

সোমবার (১ জুলাই) রাতে নগরের বটতলী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুন্না কক্সবাজার রামু থানার সিরাজুল হকের ছেলে। নগরের পোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে তিনি পড়ালেখা করেছেন। কয়েক বছর রবির হয়ে কাজ করলেও ২০১৫ সালে তার চাকরি চলে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না পুলিশকে জানিয়েছে, নিম্ন আয়ের মানুষজন থেকে আঙুলের ছাপ নিয়ে সিম তোলে বেশি দাম দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিতেন।

মুন্নার সঙ্গে কোনো বিপদগামী কারও যোগাযোগ আছে কি-না জানতে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া।

তিনি বাংলানিউজকে বলেন, তাকে আজকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৯

জেইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম প্রতারক চক্র
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-02 12:16:00