bangla news

জঙ্গিবাদ নির্মূলে একযোগে কাজ করার অঙ্গিকার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-০১ ৯:৫৭:৪৫ পিএম
জঙ্গিবাদের প্রভাবক ও এর প্রেক্ষিত শীর্ষক এক কর্মশালায় বক্তারা

জঙ্গিবাদের প্রভাবক ও এর প্রেক্ষিত শীর্ষক এক কর্মশালায় বক্তারা

চট্টগ্রাম: ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যা সমাধানে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে একযোগে কাজ করতে হবে।

সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের আয়োজনে ‘জঙ্গিবাদের প্রভাবক ও এর প্রেক্ষিত’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। নগরের পাহাড়তলী থানা এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঘাসফুলের উপ-পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মো. মঈনুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসীম, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক এনায়েতুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
এসইউ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-01 21:57:45