ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিপ্লব গাঙ্গুলীর যোগদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিপ্লব গাঙ্গুলীর যোগদান ড. বিপ্লব গাঙ্গুলী। 

চট্টগ্রাম: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক পদে যোগদান করেছেন বাকলিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলী। 

 

সোমবার (১ জুলাই) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কর্মস্থলে যোগদান করেন তিনি।

দায়িত্ব গ্রহণ শেষে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংক্ষিপ্ত মত বিনিময় করেন তিনি।

এ সময় সবার সহযোগিতা কামনা করে ড. বিপ্লব গাঙ্গুলী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কোনো ধরনের অনিয়ম ও সেবা প্রত্যাশীদের হয়রানি সহ্য করা হবে না।

ড. বিপ্লব গাঙ্গুলী চন্দনাইশ উপজেলার বরমা গ্রামের মাস্টার হারিপদ গাঙ্গুলীর সন্তান।

১৯৯৯ সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন তিনি। চাকরি জীবনে আশলতা কলেজ, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ ও বাকলিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেছেন ড. বিপ্লব গাঙ্গুলী।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।