ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কবি অভীক ওসমানের জন্মদিন শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
কবি অভীক ওসমানের জন্মদিন শুক্রবার

চট্টগ্রাম: কবি ও নাট্যকার অভীক ওসমানের জন্মদিন শুক্রবার (২৮ জুন)। ১৯৫৬ সালে চন্দনাইশের বরমায় জন্মগ্রহণ করেন তিনি। সত্তর দশকের তুখোড় ছাত্রনেতা একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন।

শিক্ষকতা দিয়ে জীবন শুরু করলেও পরবর্তীতে চিটাগাং চেম্বার সচিবালয়ে সচিব ও প্রধান নির্বাহী হিসেবে তিন দশক দায়িত্ব পালন করেন অভীক ওসমান। এ সময় নির্বাহী হিসেবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ, সিআইটিএফ আয়োজনসহ পিআর অ্যান্ড পাবলিকেশন্সে নতুন মাত্রা যোগ করেন।

একই সময় ক্ষুদ্র ও মাঝারী, নারী শিল্প উদ্যোক্তাদের বিকাশে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

অভীক ওসমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অতিথি শিক্ষক ছিলেন।

তিনি নাটক, কবিতা লিখেছেন, প্রবন্ধ-গবেষণা করেছেন। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৫টি।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ সম্মাননা ও চট্টগ্রাম সিটি করপোরেশন সাহিত্য পুরস্কার পেয়েছেন। বর্তমানে জিপিএইচ ইস্পাতের মিডিয়া উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। অভীক ওসমান সুস্থ জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।