ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্মাণাধীন ভবনে দেয়াল ধস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
নির্মাণাধীন ভবনে দেয়াল ধস নূপুর মার্কেটের ২য় তলায় নির্মাণাধীন দেয়াল ধস। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রিয়াজ উদ্দিন বাজার এলাকার নূপুর মার্কেটের ২য় তলায় নির্মাণাধীন দেয়াল ধসের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত না হলেও ঘটনার পর ওই এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, রেল স্টেশনের প্রবেশপথের বিপরীতে অবস্থিত মার্কেটের দ্বিতীয় তলায় নির্মাণাধীন একটি দেয়াল ধসে পড়েছে। নিচতলায় পূরবী ফুডস্ নামে একটি বেকারি রয়েছে।

ঘটনার সময় ওই জায়গায় লোকজনের সমাগম ছিল। তবে দেয়ালটি ধসে ভেতরে পড়ার কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি।

ব্যস্ততম এলাকায় নির্মাণকাজ চললেও সেখানে নিরাপত্তা বেষ্টনী ছিল না। দুর্ঘটনার পর ধসে পড়া ইটগুলো সরিয়ে নেয়া হয়েছে।

নূপুর মার্কেটের এক ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, নিরাপত্তা বেষ্টনী ছাড়া দেয়াল নির্মাণ চলছে। প্রতিনিয়ত ওপর থেকে ইটের টুকরোসহ একাধিক বস্তু পড়ছে। কর্তৃপক্ষের সেদিকে খেয়াল নেই। ওই ব্যবসায়ী মার্কেটের মালিকের রোষানলে পড়ার ভয়ে নাম প্রকাশ করতে চাননি।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার এএসআই নাজমা বাংলানিউজকে বলেন, ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।