ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আ.লীগ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
‘হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আ.লীগ’ বিপ্লব বড়ুয়া। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: হারিয়ে যাওয়া গণতন্ত্র আওয়ামী লীগ-ই ফিরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বুধবার (২৬ জুন) বিকেল ৫টায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু।

বিপ্লব বড়ুয়া বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন দেশের মানুষ আওয়ামী লীগকে মনে রাখবে। অসম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ রাজনীতি গড়াই ছিলো আওয়ামী লীগের আদর্শ।

হারিয়ে যাওয়া গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ সেবা পায়।

তিনি বলেন, দেশের অর্থনীতির দিকে যদি থাকায় এই বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়েছে। ১৯৭১ সালে দেশের মাথাপিছু আয় ছিলো ১৭০ মার্কিন ডলার। বর্তমানে এক হাজার ৯০২ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিছুদিনের ভেতর মাথাপিছু আয় দুই হাজার মার্কিন ডলারে পৌঁছবে।

‘যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই বাংলার মানুষ সেবা পেয়েছেন। আওয়ামী লীগ শক্তিশালী হওয়া মানে বাংলাদেশ শক্তিশালী হওয়া। তাই আমাদের সবাইকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে’ বলেন-বিপ্লব বড়ুয়া।

বাংলাদেশ সময়:১৯৫০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।