ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৪ বছর আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
৪ বছর আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে! মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির অপরাধে জরিমানা করা হয়।

চট্টগ্রাম: মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে রাউজানে ৪টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ জুন) উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ ধ্বংস করা হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান।

কামরুল হাসান বাংলানিউজকে বলেন, অভিযানে সাধনা মেডিসিন নামে একটি প্রতিষ্ঠানে ২০১৫ সালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

এ ছাড়া আমানত মেডিকেল হলে ফ্রিজে ওষুধের সঙ্গে খাবার পাওয়া যায়। ’

‘এসব অপরাধে সাধনা মেডিসিনকে ৪০ হাজার, আমানত মেডিকেল হলকে ২০ হাজার, জমজম মেডিকেল হলকে ৫ হাজার ও অন্য একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ’

বাংলাদশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad