ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হট্টগোল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হট্টগোল আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হট্টগোল। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়  ব্যাপক হট্টগোল করেছে ছাত্রলীগ।

বুধবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ হট্টগোল করেন দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হট্টগোল।                     <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/bg120190626182359.jpg" style="margin:1px; width:100%" />

তাদের হট্টগোলের কারণে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিরক্ত হয়ে বলতে বাধ্য হন- অনুষ্ঠান বন্ধ করে চলে যাবেন কি-না।

বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠার শুরু হয়।

  সাড়ে চারটায় প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু অনুষ্ঠানে এসে উপস্থিত হন। এ সময়ে উপজেলা পর্যায়ে নেতারা বক্তব্য রাখছিলেন।

এরমধ্যে হঠাৎ করে বড় মিছিল নিয়ে আসেন দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা স্লোগান দিতে দিতে অনুষ্ঠানের একেবারে সামনে চলে আসেন। প্রায় ২০ মিনিট ধরে তারা স্লোগান দিতে থাকেন।

এসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ বারবার স্লোগান না দিতে বারণ করলেও তারা শোনেননি। স্লোগান না থামালে অনুষ্ঠান বন্ধ করে দিবেন ঘোষণা দেওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান থামান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।