ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিডিএতে সেবাপ্রত্যাশীদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
সিডিএতে সেবাপ্রত্যাশীদের ভিড় সিডিএর সেবা সপ্তাহে স্টলগুলোতে সেবাপ্রত্যাশীদের ভিড় দেখা গেছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সেবা সপ্তাহে স্টলগুলোতে সেবাপ্রত্যাশীদের ভিড় দেখা গেছে। সেখানে ভূমি ব্যবহার ছাড়পত্র, ভবন নির্মাণ অনুমোদন, সিডিএর প্লট-ফ্ল্যাটের নামজারি, হস্তান্তর, দানপত্র, পাওয়ার অব অ্যাটর্নী অনুমোদনসহ একাধিক সেবা মিলছে।

বুধবার (২৬ জুন) দুপুরে স্টল ঘুরে দেখা যায়, কেউ নির্মাণ অনুমোদনের জন্য আবেদন করছেন, আবার কেউ কেউ সেবা সম্পর্কে জানছেন।

নগরের বহদ্দারহাট থেকে আসা সেবাপ্রত্যাশী মনছুর আলম বলেন, এসে জানলাম নির্মাণ অনুমোদনের জন্য আবেদন এখন অনলাইনে করতে হয়।

ফলে আগের মতো ফাইল নিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে হবে না।

এর আগে সেবাপ্রত্যাশীদের সহজে এবং দ্রুত সময়ে সেবা দিতে সেবা সপ্তাহ শুরু করে সিডিএ।

রবিবার (২৩ জুন) শুরু হওয়া সেবা সপ্তাহ চলবে বৃহস্পতিবার (২৭ জুন) পর্যন্ত।

আয়োজনের সমন্বয়ক ও সিডিএর অথরাইজড কর্মকর্তা-১ প্রকৌশলী মনজুর হাসান বাংলানিউজকে বলেন, এখানে সেবা দেয়ার পাশাপাশি নির্মাণ অনুমোদনের জন্য কীভাবে আবেদন করতে হবে, কতদিন সময় লাগবে; এসব বিষয়ে জানানো হচ্ছে।

আয়োজনের প্রধান সমন্বয়ক ও সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, প্রতিদিন সেবাপ্রত্যাশীরা ভিড় করছেন। তারা বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছেন। স্টলকর্মীরা তাদেরকে সেগুলো বুঝিয়ে দিচ্ছে।

‘বুধবারও প্রায় ২০০ জন সেবাপ্রত্যাশী স্টলে এসেছেন। এ ছাড়া একাধিক অনুমোদিত নকশা সেবাপ্রত্যাশীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।