ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইনোভেশন প্রকল্প পরিদর্শনে জনপ্রশাসনের প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
ইনোভেশন প্রকল্প পরিদর্শনে জনপ্রশাসনের প্রতিনিধি দল ইনোভেশন প্রকল্প পরিদর্শনে জনপ্রশাসনের প্রতিনিধি দল

চট্টগ্রাম: জনপ্রশাসন পদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত চট্টগ্রাম জেলা প্রশাসনের দুই ইনোভেশন প্রকল্প পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।

মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মো. রইছ উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন, যুগ্ম সচিব ড. মো. জিয়াউল হক ও এটুআই প্রোগ্রামের ই-সার্ভিস স্পেশালিস্ট আশরাফ আমীন।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট আর্মস ও স্মার্ট ডিলিং লাইসেন্স এবং বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানা প্রকল্প পরিদর্শন করেন প্রতিনিধি দল।

এ সময় জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাশহুদুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আমীরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এবং মারুফা বেগম নেলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।