ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চোরাচালানের ১৬১টি ভারতীয় মোবাইল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
চোরাচালানের ১৬১টি ভারতীয় মোবাইল উদ্ধার ১৬১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার সিডিএ মার্কেট রয়েল প্লাজায় একটি কুরিয়ার সার্ভিসের অফিস কক্ষে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৬১টি মোবাইল সেট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় সোমবার (২৪ জুন) রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ বাদি হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, মো. আবদার উদ্দিন (২৮), নিজাম উদ্দিন (৪০), মো.আরিফ (৩৭)ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ক্যাশিয়ার সাহল খান (৩৩)।

নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক মো. ইলিয়াছ খাঁন জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভারতে চুরি হওয়া মোবাইল সেট চোরাচালানের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে স্বল্প দামে কিনে বাজারজাতের উদ্দেশ্যে দেশে আনা হয়। একটি চক্র ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কিছু অসাধু লোক এ কাজে জড়িত।

তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।