bangla news

শিশুদের ঝগড়া মেটাতে গিয়ে সংঘর্ষে জড়ালেন বড়রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৪ ১০:১৪:৩৯ পিএম
প্রতীকী

প্রতীকী

চট্টগ্রাম: বাঁশখালীর বাহারছড়া গ্রামে শিশুদের ঝগড়া মেটাতে গিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই পক্ষের লোকজন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাহারছড়া গ্রামের বাসিন্দাদের নেতৃত্ব দেন মূলত দুইটি পক্ষের লোকজন। এর একটির নেতৃত্বে আছেন স্থানীয় ধনাঢ্য ব্যক্তি মো. আনসার। অন্য পক্ষে রয়েছেন সাবেক ইউপি মেম্বার গিয়াস উদ্দিন।

রোববার (২৩ জুন) ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র মো. সোহেলের সঙ্গে মো. নাঈদের ঝগড়া হয়। এর মধ্যে সোহেল মো. আনসার পক্ষের আবদুল মালেকের ছেলে এবং নাঈম গিয়াস উদ্দিন পক্ষের জেবুল হোসেনের ছেলে।

সোমবার এ নিয়ে আনসার পক্ষের লোকজন গিয়াস উদ্দিন পক্ষের লোকজনের কাছে বিচার নিয়ে গেলে কথা কাটা-কাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। চলে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এতে আহত হন দুই পক্ষের অন্তত ১৫ জন।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হাসান বাংলানিউজকে জানান, শিশুদের ঝগড়া মেটাতে দুই পক্ষের মধ্যে বিচারের সময় কথা কাটা-কাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিশুসহ ১৫ জন আহত হয়েছেন।

তিনি বলেন, পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বাংলানিউজকে জানান, বাহারছড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাত ১০টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-24 22:14:39