bangla news

নারী নির্যাতনকারীকে ধরতে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৪ ৮:০৪:৫২ পিএম
নারী নির্যাতনকারীকে ধরতে এলাকাবাসীর মানববন্ধন

নারী নির্যাতনকারীকে ধরতে এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রাম: নগরের পূর্ব নাসিরাবাদ মুক্তিযোদ্ধা কলোনীর লোকজন নারী নির্যাতনকারী শাহ আলমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন।

সোমবার (২৪ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহ আলম এলাকায় দীর্ঘদিন নারী নির্যাতন করে আসছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে কয়েকজন ভুক্তভোগী মামলা করলেও শাহ আলম এখনও ধরা ছোঁয়ার বাইরে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

মো. রফিকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার নেত্রী প্রফেসর অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নারীনেত্রী ও উন্নয়ন সংগঠক জেসমিন সুলতানা পারু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম মানববন্ধন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-24 20:04:52