ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ৬ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
চবিতে ৬ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর হলের সামনে এই ঘটনা ঘটে।

এসময় তাদের থেকে ৫টি মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীদের একজন রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র ফয়সাল গাজী।

ফয়সাল গাজী বাংলানিউজকে বলেন, ‘৫ জন বন্ধু মিলে অতীশ দীপঙ্কর হলের সামনে ঘুরতে গেলে  হঠাৎ মুখোশধারী ৪ জন ছিনতাইকারী ছুরি নিয়ে আক্রমণ করে আমাদের কাছে থাকা ৫টি মোবাইল,  নগদ ৫ হাজার টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বাংলানিউজকে  বলেন, ‘তারা লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশকে অবহিত করা হলে তারা অভিযান পরিচালনা করেছে।

জড়িতদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।