bangla news

ঘাসফুলের সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৪ ৬:৪১:১৪ পিএম
ঘাসফুলের সাধারণ সভায় সংস্থার উধ্বর্তন কর্মকর্তারা।

ঘাসফুলের সাধারণ সভায় সংস্থার উধ্বর্তন কর্মকর্তারা।

চট্টগ্রাম: বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের সাধারণ সভা (২০১৮-১৯) সোমবার (২৪ জুন) নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ এবং সদস্য ডা. মাহাতাব উদ্দিন হাসানসহ প্রয়াত সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সাধারণ সম্পাদক শাহনা মুহিত চলতি অর্থ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণী ও কোষাধ্যক্ষ জেরিন মাহমুদ হোসেন আর্থিক বিবরণী তুলে ধরেন।

সভায় সংস্থার ২০১৯-২০ অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর, আয়কর উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদন দেওয়া হয়।

ঘাসফুলের সভাপতি মনজুর উল আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীসহ সংস্থার উধ্বর্তন কর্মকর্তারা।

বাংলাদশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এসইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-24 18:41:14